খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলার ফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই শিশুর স্বজনরা জানান, শিশুটি শুক্রবার দুপুরে খেলতে খেলতে প্রতিবেশীর বাড়িতে যায়। সেখান থেকে প্রতিবেশী আজিবর মন্ডলের ছেলে শিপন মন্ডল (২৪) তাকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানালে তারা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম বলেন, শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
খবরর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০