খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন (৮৬) লাইফ সাপোর্টে। ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি ছিলেন।
মঙ্গলবার ভোর রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একটি ঘনিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করছে।
বিএনপি মহাসচিব ফখরুলসহ পরিবারের সদস্য ও স্বজনরা হাসপাতালে ফাতিমা আমিনের পাশে আছেন। ফাতিমা আমিনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।
ফাতিমা আমিনের স্বামী প্রয়াত মির্জা রুহুল আমিন আশির দশকে এইচ এম এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০