খবর২৪ঘণ্টা, ডেস্ক: রাজধানীর মিরপুরে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আসাদুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত পৌনে চারটার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত যুবক মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, রোববার দিবাগত রাতে মিরপুর বেড়িবাঁধ এলাকায় টহল দিচ্ছিল র্যাব-২ এর একটি টহল দল। এ সময় আসাদুলসহ সাত–আটজন মাদক ব্যবসায়ীদের একটি দল বেড়িবাঁধের বিরুলিয়া সেতুর এক পাশে অবস্থান করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গোলাগুলি শেষে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। বাকিরা পালিয়ে যায়।
এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও ১০৫২ পিস ইয়াবা, চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
খবর২৪ঘণ্টা,কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০