খবর২৪ঘণ্টা.কম ডেস্ক: বুধবার মিরচি মিউজিক অ্যাওয়ার্ডে উষ্ণতা ছড়ালেন টলিপাড়ার ডিভারা৷ চোখধাধাঁনো গ্ল্যামারে তারা যে অন্যদের থেকে আলাদা তা তাঁরা বেশ বুঝিয়ে দিলেন৷ দেখে নিন কারা কারা ছিলেন অনুষ্ঠানের অন্যতম অ্যাট্রাকশন৷
রচনা বন্দ্যোপাধ্যায়- ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী এখনও স্টানিং, তা বুঝিয়ে দিলেন অ্যাওয়ার্ড শো-তে এসে৷ তিনি এদিন পরেছিলেন কালো রঙের একটি ওয়ান পিস৷ যা রীতিমতো টপিক অব দ্য ইভেন্ট হয়ে উঠেছিল, তা বলাই বাহুল্য৷
কোয়েল মল্লিক- টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী কোয়েলের নিজস্ব স্টাইল স্টেটমেন্ট অন্যদের থেকে তাঁকে অনেকটাই আলাদা করে দেয়৷ এদিন কোয়েল মল্লিককে দেখা গেল ইন্দো ওয়েস্টার্ন লুকে, অনুষ্ঠানে তিনি পরেছিলেন গোলাপি রঙের গাউনের সঙ্গে দুপাট্টা৷
নুসরত জাহান- নুসরত মানেই বোল্ডনেস ওভারলোডেড৷ অনস্ক্রিনে তার হট অবতার কিন্তু বেশ জনপ্রিয়৷ তবে অফস্ক্রিনেও যে তিনি কতটা হট তা বোঝা গেল অনুষ্ঠানে তার লুক দেখেই৷ নুসরত এদিন পড়েছিলেন কালো রঙের অফ সোল্ডার টু পিস লং ড্রেস৷
ঋতাভরী চক্রবর্তী- সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি পরী৷ সিনেমাতে মূখ্যভূমিকায় অনুষ্কা শর্মা এবং পরমব্রত থাকলেও দর্শকদের কিন্তু বেশ নজর কেড়েছে ঋতাভরীও৷ যদিও তিনি এতদিন কিন্তু তার বোল্ড লুকে সোশ্যাল মিডিয়া বেশ উষ্ণতা ছড়াচ্ছিলেন৷ অনুষ্ঠানেও কিন্তু তার অন্যথা হল না৷ এদিন তিনি গোলরী রঙের গাউনে বেশ নজর কেড়েছেন দর্শকদের৷
ঈশা সাহা- প্রজাপতি বিস্কুট সিনেমায় তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে৷ তিনি হলেন ঈশা সাহা৷ বুধবার তিনি ধরা দিলেন একেবারে অন্য অবতারে৷ তিনি এদিন পরেছিলেন কালো শাড়ি, স্লিভলেস ব্লাউজ এবং কোমরে লেডিস বেল্ট৷
রিমঝিম মিত্র- নুসরত, ঋতাভরী, রচনার পাশাপাশি এদিন নজর কাড়লেন রিমঝিম মিত্রও৷ এদিন তাঁকে দেখা গেল গোল্ডেন কালারের স্লিভলেস গাউনে৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০