খবর২৪ঘণ্টা.ডেস্ক: পরিবারের সবাই ভেবেছিলেন যে, হয়তো কোনও অসুথ হয়েছে শিশুটির। কিন্তু সঙ্গে সঙ্গে মা’ও অসুস্থ হয়ে যাওয়ায় হুঁশ ফেরে তাঁদের।
মায়ের দুধ খেয়ে কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ল ২ বছরের ছোট শিশুটি। পরিবারের সবাই ভেবেছিলেন যে, হয়তো কোনও অসুথ হয়েছে শিশুটির। কিন্তু সঙ্গে সঙ্গে মা’ও অসুস্থ হয়ে যাওয়ায় হুঁশ ফেরে তাঁদের।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকালে। উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর জেলার মানডলা গ্রামের বাসিন্দা পারভিন নামে এক মহিলা ঘুম থেকে উঠে হাতে কাটা মতো একটি দাগ দেখতে পান। পরে পরিবারের লোকেরা পারভিনের হাতে ব্যান্ডজ করে দেন। ওই অবস্থায় নিজের ২ বছরের কন্যাসন্তানকে দুধ খাওয়ান পারভিন।
কিন্তু দুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুটি প্রবল অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়ে শিশুটির মা পারভিনও। দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় মা ও তাঁর শিশুর।
চিকিৎসকদের দাবি, পারভিনের শরীরে ভয়ানক কোনও বিষ ঢুকে গিয়েছিল। পরে হাতে কাটা দাগ দেখে চিকিৎসকদের ধারণা বিষাক্ত কোনও সাপের কামড়েই পারভিনের শরীরে বিষক্রিয়া হয়েছে।
মনে করা হচ্ছে, ঘুমের সময় কোনও বিষাক্ত সাপ এসে কামড়ে দিয়েছিল পারভিনকে। কিন্তু ঘুমের মধ্যে থাকায় হয়তো ব্যাথা অনুভব করেননি তিনি। সেই অবস্থায় দুধ খাওয়ানোয় বাচ্চাটির শরীরেও বিষক্রিয়া হয়। ফলে দু’জনেরই মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০