নওগাঁর মাহদেবপুরে ট্রাক ও সিএনজি চালিত আটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৪জন নিহত ও ২জন আহত হয়েছে।
জানাগেছে সোমবার ( ৫ জুন) দুপুরে উপজেলার চৌমাশিয়া (নওহাটা মোড়) থেকে নওগাঁ গামী একটি
সিএনজি চালিত অটোরিক্সা নওগাঁ-রাজশাহী আন্তজেলা মহাসড়কের হাট চকগৌরি এলাকার বাগাচাড়া নামক ¯স্থানে পৌছলে বিপরিদ দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে সিএনজি চালিত অটোরিক্সা দুমড়েমুচড়ে যায় এবং ঘটনা¯'লেই অটোরিক্সার চালকসহ ৪জন নিহত হয়।
আহত ২জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। আহত ২জনরে মধ্যে একজনের অব¯'া
আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের মধ্যে তিন জনের নাম ঠিকানা নিশ্চিত করেছে পুলিশ। নিহতরা হলেন সিএনজি চালক নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া (দক্ষিণপাড়া) গ্রামের গাজি সরদারের ছেলে পাপ্পু সরদার (৫০), সিরাজগঞ্জ সদর উপজেলার সাটিকাবাড়ী গ্রামের আব্দুল জব্বার চৌধুরীর ছেলে তানভীর আহম্মেদ চৌধুরী (২৪), ও একই উপজেলা খলিশাকুড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে নাজমুর ইসলাম (৩০)।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হতাহত সবাই অটোরিক্সার যাত্রী। নিহত ৪জনের লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০