খবর২৪ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আইপিএলে টিকে থাকার ম্যাচে নামার আগে অনিশ্চিত আরসিবি অধিনায়ক বিরাট কোহলি৷ এক সর্বভারতীয় স্পোর্টস ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুয়ায়ী দিল্লির বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় শনিবার হাইভোল্টেজ ম্যাচে ব্যাঙ্গালোরের জার্সিতে কোহলিকে নাও দেখা যেতে পারে৷ জানা গিয়েছে অসুস্থ থাকায় ম্যাচের আগের দিন প্রস্তুতি করেননি আরসিবি অধিনায়ক৷ বিরাট না খেললে তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন এবি ডি’ভিলিয়ার্স৷
দিল্লির বিরুদ্ধে ম্যাচ হার মানে আইপিএলে থেকে পাকাপাকি ভাবে বিরাটদের ছুটি ৷ পয়েন্ট তালিকায় ১০ ম্যাচ খেলে কোহলির ফ্র্যাঞ্চাইজি এখন ছয় পয়েন্ট নিয়ে শেষদিক থেকে দু’নম্বরে রয়েছে৷ দশ ম্যাচে জয় এসেছে মাত্র তিনটিতে৷ প্লে-অফে উঠতে গেলে ব্যাঙ্গালোরকে অবশিষ্ট শেষ চার ম্যাচেই জিততে হবে৷ এমন একটা নির্ণায়ক মুহূর্তে দিল্লির বিরুদ্ধে কোহলি মাঠে নামবেন কিনা নিশ্চয়তা নেই৷
চলতি আইপিএলে ১০ ম্যাচে ৩৯৬ রান করেছেন বিরাট৷ ফলে কোহলি না থাকলে দিল্লির বিরুদ্ধে আরসিবি অনেকটা চাপে থাকবে বলা চলে৷ এই মুহূর্তে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছে দিল্লি৷ তাই রাজধানী শহরের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ব্যাঙ্গালোরের রান পাওয়টা জরুরি৷ সেজন্যই কোহলির ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে কর্ণাটকি ফ্রাঞ্চাইজি৷
পয়েন্ট টেবলে দলের অবস্থানের কথা মাথায় রেখে অবশ্য শেষ মুহূর্তে জার্সি গায়ে চাপিয়েই মাঠে নেমে পড়তে পারেন বিরাট৷ অতীতে ২০১৬-র আইপিএলে চিন্নাস্বামীতে পঞ্জাবের বিরুদ্ধে বাঁ-হাতে আটটি সেলাই নিয়ে শতরান হাঁকিয়েছিলেন বিরাট৷ এদিন অসুস্থতার রেশ থেকে বেড়িয়ে এসে এমন কিছু করে দেখান কিনা সেটাই এখন দেখার৷
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০