নিজস্ব প্রতিবেদক: মাস্ক পরে বাইরে বের না হওয়ায় রাজশাহী মহানগরীতে কয়েকজন যুবককে একসাথে কান ধরে একপায়ে দাড়িয়ে থাকার শাস্তি দিয়েছে পুলিশ। এছাড়া ও কাছাকাছি এলাকায় মাস্ক না পরায় এক যুবককে কান ধরে উঠবস করিয়েছে র্যাব-৫। জানা গেছে, শুক্রবার বেলা ১১ টার পরে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার এলাকায় কয়েকজন যুবক মাস্ক না পরেই বাইরে ঘোরাফেরা করছিল। টহল পুলিশ
তাদের দেখতে পেয়ে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকার শাস্তি দেয়। এছাড়াও এর আগে এক যুবককে কান ধরে উঠবস করানো হয়। এদিকে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে রাজশাহীতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিনা প্রয়োজনে যাতে কেউ বাইরে বের না হয় এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নজরদারি। রাজশাহীতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর টহল রয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০