নিজস্ব প্রতিবেদক : মাস্ক না পরাসহ অন্যান্য অপরাধে আজ বুধবার রাজশাহী জেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬২ জনকে জরিমানা করা হয়েছে। ৬২ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬২ জনকে ৩৪ হাজার ১৭০ টাকা জরিমানা করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় আজ অভিযান চালানো হয়। আজ রাত দশটার দিকে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক তার ফেসবুক পোস্টে এ কথা জানান। জেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাক্স না পরাসহ অন্যান্য অপরাধে ৬২ জনকে জরিমানা করার কথা জানিয়ে তিনি বলেন, দয়া করে মাস্ক পড়ুন।
উল্লেখ্য, মাস্ক না পড়লে বা ঝুলিয়ে রাখলে বা পকেটে রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলে গতকাল মঙ্গলবার রাতে জানিয়েছিলেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। আজ থেকে সেই মোতাবেক অভিযান শুরু হয়। এর মাধ্যমে ৬২ জনকে জরিমানা করা হয় ।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০