খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: টেস্টে মাশরাফি কোন ভুমিকায় খেলবেন, বোলার নাকি ব্যাটসম্যান? মাশরাফি টেস্ট খেলবেন দেশের মাটিতে নাকি দেশের বাইরে? বিসিবি সভাপতির এমন মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়ায় সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। তাদের মতে বিসিবি বস এখনো চিনতেই পারেননি মাশরাফিকে।
বিসিবি চাইলে যে কোন সময় টেস্টে ফিরতে রাজি, মাশরাফির এমন আগ্রহকে স্বাগত জানিয়েছিলেন বিসিবির কর্তা থেকে শুরু করে সাবেক অধিনায়ক ও সাধারণ ভক্তরা।
বিসিবির ডাকের অপেক্ষায় অথবা আপদকালীন ভরসা হিসেবে বিসিএলে দাপটের সঙ্গেই খেললেন সবার প্রিয় মাশরাফি। এরপর মাশরাফিকে টেস্টে পাওয়া অনেক বড় ব্যাপার এমন মন্তব্যের পাশাপাশি ম্যাশকে নিয়ে একটু হাস্যরসও জুড়ে দেন বিসিবি বস। বিসিবি বসের ঐ মন্তব্যে তারপর থেকেই ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে।
ইনজুরির সঙ্গে যুদ্ধ করেই ৩৬ ম্যাচের ছোট্ট টেস্ট ক্যারিয়ারে ৭৮ উইকেটের মালিক মাশরাফি। ৪ উইকেট নিয়েছেন চার বার, ব্যাট হাতে তিন ফিফটিতে করেছেন ৭৯৭ রান, এবার কি তাহলে ভক্তরাই প্রশ্ন করবেন বিসিবি সভাপতিকে, কোন ভুমিকায় টেস্টে মাশরাফিকে দেখতে চান, বোলার নাকি ব্যাটসম্যান?
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০