খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ২৮ প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। অভিবাসন বিভাগের কর্মকর্তারা রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
মালয়েশিয়ার গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে অভিবাসন বিভাগের কর্মকর্তারা কুয়ালালামপুরের একটি আবাসিক ভবনে অভিযান পরিচালনা করেছে।
অভিবাসন বিভাগের পরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী জানান, অবৈধ ব্যবসার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়েছে। অভিযান পরিচালনার আগে ওই এলাকায় নজরদারি বাড়ায় মালয়েশীয় প্রশাসন।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, 'আমাদের কাছে তথ্য ছিল, সেখানে অনুমতি ছাড়া ভিন্ন ভিন্ন সাতটি কোম্পানি অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে।'
তিনি আরও জানান, ব্যবসা পরিচালনার জন্য গ্রেপ্তারকৃত বিদেশিরা (বাংলাদেশি) দীর্ঘমেয়াদে ২০টি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিল। তারা প্রত্যেক কক্ষ ১৫০ মালয়েশিয়ান রিঙ্গিত হারে ভাড়া নেয় এবং তা নগদ পরিশোধ করা হয়।
সঠিক ভ্রমণ নথি না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ২৯ হাজার রিঙ্গিত ও অবৈধ কাগজ-পত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০