খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: মালয়েশিয়ার সেলানগোর প্রদেশে অভিবাসী শ্রমিকদের মধ্যে মারামারিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই নেপালি।
শনিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে প্রদেশটির পেটালিং জায়া জেলার কোটা দামানসারা শহরের জালান টিএসবি ১০/এ এলাকায় এ মারামারি হয়।
জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার মো. জনি চে দীন জানান, বাকবিতণ্ডার জের ধরে দুই ভারতীয়, দুই নেপালি ও ১০ জনেরও বেশি বাংলাদেশি সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ওই বাংলাদেশিকে ধাক্কা দিলে তিনি ড্রেনে পড়ে যান এবং মাথায় গুরুতর জখম পান। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিকটস্থ সুনগাই বুলোহ হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত দুই নেপালিরও চিকিৎসা চলছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, সংঘর্ষের ঘটনায় ফৌজদারি আইনের ৩০২ ধারায় দায়ের করা মামলার তদন্ত চলছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০