খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: মালয়েশিয়ায় ৮ হাজার ২৫৩টি কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনের ফল পুরোপুরিভাবে জানা যাবে মধ্যরাতে। নির্বাচনে ভোটার সংখ্যা দেড় কোটি। দুপুর একটার আগেই ৫৫ শতাংশ ভোট পড়বে বলে আশা করছে নির্বাচনে কমিশন।
এ নির্বাচনকে বলা হচ্ছে দেশের ইতিহাসের সব 'নির্বাচনের জননী'। এতে বিরোধী দল জিতলে দীর্ঘ সময় পর ক্ষমতার পালাবদল বাস্তবে রূপ নেবে। সর্বশেষ জনমত জরিপে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেয়া হয়েছে।
নির্বাচনে ক্ষমতাসীন দল বারিসান নাসিওনালের বিপক্ষে বিরোধী জোট পাকাতান হারপানের হয়ে লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। প্রায় ৬১ বছর ধরে মালয়েশিয়া শাসন করছে বারিসান নাসিওনাল জোট।
৯২ বছর বয়সী মাথাথিরের প্রতিদ্বন্দ্বী তার একসময়কার রাজনীতিক শিষ্য ও মালয়েশিযার বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
মাহাথির নিজের ভোট প্রদানের পর জানান, নাজিব রাজাক যদি প্রতারণা না করেন তাহলে তিনি নির্বাচনের ফল নিয়ে আত্মবিশ্বাসী। আর মানুষও বর্তমান প্রধানমন্ত্রীকে চায় না। সূত্র: স্ট্রেইট টাইমস
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০