খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: চলমান এসিসি ওমেন্স এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের ৫ম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ১৩১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ শনিবার মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে টসে জিতে ব্যাট করতে নেমে এই রান সংগ্রহ করে তারা।
দলের পক্ষে সর্বচ্চ ৪৩ রান করেন ওপেনার শামীমা সুলতানা। আরেক অপেনার আয়েশা রহমান করেন ৩১ রান। উদ্বোধনী জুটিতে তারা ৫৯ রান তুলে দলকে ভালো সূচনা এনে দেন। পরে দুটি উইকেট পড়ে যায়। সেখান থেকে ১৩০ রান সংগ্রহ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ফাহিমা খাতুন। তিনি ১২ বলে ২৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন।
মাত্র ১৯ রানে ২ উইকেট নিয়ে মালেয়শিয়ার সেরা বোলার উইনফ্রেড ডুরাইজিংগাম।
এর আগে, এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর টানা তৃতীয় ম্যাচে জয় পায় বাংলাদেশের মেয়েরা। শক্তিশালী পাকিস্তান ও ভারতকে হারানোর পর বৃহস্পতিবার থাইল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দেয় সালমা বাহিনী।
আজ মালয়েশিয়ার বিপক্ষে জিতলেই ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে সালমা বাহিনীর।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০