আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলীয় এক গ্রামে দুই জাতিগোষ্ঠীর মধ্যে সহিংসতায় ৯ জন সেনাসদস্যসহ অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে বেসামরিক ৩১ জন। কর্তৃপক্ষ বলছে, ফুলানি পশুপালকদের একটি গ্রামে ওই হামলার ঘটনা ঘটেছে। মারাত্মকভাবে বিপর্যস্ত অঞ্চলটিতে বেশিরভাগ মৃত্যু হয় আন্তঃজাতিগত সহিংসতায়।
দ্য গার্ডিয়ান বলছে, ফুলানি জাতিগোষ্ঠী অধ্যুষিত ওগোসাগু নামক গ্রামে শুক্রবার রাতভর সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
ওগোসাগুর গ্রামপ্রধান আলি ওসুমানে বারি জানান, ওই হামলাটি করেছেন আনুমানিক ৩০ জন বন্দুকধারী।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০