পাবনা ব্যুরো: আফ্রিকার দেশ মালির ডৌয়েঞ্জায় ভয়াবহ ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ঘটনায় পাবনার এক সৈনিকসহ ৪ বাংলাদেশী শান্তিরক্ষা নিহত হয়েছেন।
নিহতের মধ্যে সৈনিক রায়হান প্রামানিক পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরের সোমাসনারী গ্রামের মোসলেম প্রামানিকের ছেলে। বৃহস্পতিবার ভোরে রায়হানের মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্না আর আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে যায়। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্যের।
রায়হানের মামাতো ভাই নান্নু হোসেন জানান, রায়হানের সহকর্মী হাবিব মোবাইলে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি আরো জানান, নিহত রায়হান দুই কন্যা সন্তানের জনক ছিলেন। বড় মেয়ের বয়স ৮ বছর ও ছোট মেয়ের বয়স ২ বছর। দুই ভাই এক বোনের মধ্যে রায়হান সবার বড়। ছোট ভাই কুয়েত প্রবাসী।
রায়হানের বোন আখিঁ খাতুন জানান, বুধবার বাবার সঙ্গে রায়হান শেষ কথা বলেন। ভোরে তার মৃত্যুর খবর আসে। রায়হান মালিতে অবস্থান করছেন ১০ মাস। ২ মাস পরেই তার দেশে ফিরে আসার কথা ছিল।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০