বিনোদন,ডেস্ক: মালইকা আরোরা খান এবং অর্জুন কাপুর৷ বলিউডের মোস্ট আলেজেড কাপেলদের মধ্যে আপাতত তাঁদের নাম শিরোনামে৷ তা হবে নাই বা কেন! খুব শীঘ্রই নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন তাঁরা৷ এমনই খবর ভেসে চলেছে টিনসেলের আনাচে কানাচে৷
অর্জুন এবং মালাইকা একে অপরকে দীর্ঘদিন ডেট করছেন৷ বহু ভাবনা চিন্তার পরই এই সিদ্ধান্তে এসেছেন এই লাভবার্ডস৷ সম্প্রতি ফ্ল্যাটও কিনে নিয়েছেন তাঁরা৷ লিভ ইন শুরু করবেন সেইখানে৷ লোখান্ডওয়ালার প্লাশ সোসাইটিতে একসঙ্গে ফ্ল্যাটটি কিনেছেন অর্জুন এবং মালাইকা৷
ফ্ল্যাটের ইন্টিরিয়র ডিজাইনের কাজের জন্য কাকে দায়িত্ব দেবেন সেই নিয়েই ভাবনা চিন্তা করছেন সেলেব জুটি৷ অর্জুন এবং মালাইকার ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, এ বছরের মাঝামাঝি সময় বিয়ে করতে পারেন তাঁরা৷
তবে বিয়ের সুখবরে বাধা দিচ্ছেন আরবাজ৷ এমনটাই অনুমান করছে মালাইকা-ভক্তরা৷ ডিভোর্সের পরেও নাকি আরবাজ, মালাইকাকে ভুলতে পারেননি৷ তাই নায়িকার প্রতিটি পদক্ষেপে নজর রাখছেন আরবাজ৷ তাও আবার গুপ্তচর পাঠিয়ে৷
মালাইকার ড্রাইভার মুকেশ এবং আরবাজের ড্রাইভার বাবলু হল দুই ভাই৷ তাদের মধ্যে নাকি অর্জুন-মালাইকার ব্যক্তিগত যাবতীয় তথ্য নিয়ে কথা হয়৷ বাবলু, মুকেশের থেকে অর্জুন-মালাইকার সম্বন্ধে প্রতিটি খবর জানতে পারে৷
এবং সেসব গিয়ে আরবাজকে জানায়৷ এই কথাটি মালাইকার কানে উঠতেই তিনি মুকেশকে চাকরি থেকে বের করে দেন৷ এসব নাকি বহুদিন আগে থেকেই করত মুকেশ৷ অন্যদিকে মালাইকার ভক্তদের দাবি আরবাজই নাকি মুকেশকে এসব কাজ করার দায়িত্ব দিয়েছিলেন৷
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০