মারা গেছেন রাবির রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ফারুক - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২১, ১০:৪৪ এ.এম
মারা গেছেন রাবির রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ফারুক
রাবি প্রতিনিধি :
হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ফারুক আকতার (৬১)। মঙ্গলবার ভোররাতে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না-লিল্লাহি...রাজিউন)
বিষয়টি নিশ্চিত করে বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক বেলায়েত হোসেন হাওলাদার বলেন, ফারুক আকতার রাতে তার ঢাকার বাসায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পরেন৷ পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সময় অধ্যাপক ফারুক আকতারের সঙ্গে একই বাসায় ছিলেন রসায়ন বিভাগের সেকশন অফিসার সিরাজুল ইসলাম। তিনি বলেন, 'স্যারের সঙ্গে আমি ঢাকার বাড়িতে এসেছি। ম্যাম রাজশাহীতেই ছিলেন। রাত ১২টার দিকে স্যার হঠাৎ করে অসুস্থ হয়ে যান। তিনি খুব হাঁচি দিচ্ছিলেন এবং শ্বাসকষ্ট হচ্ছে বললেন, তিনি একবার বমিও করলেন। আমি ম্যামকে ও স্যারের এক ভাতিজাকে ফোন করি। পরে স্যারকে গাড়ি ভাড়া করে হাসপাতালে নিয়ে যায়। সেখানের ডাক্তার জানান স্যার আর বেঁচে নেই।'
সিরাজুল ইসলাম আরো জানান, অধ্যাপক ফারুক আকতারের মরদেহ নিয়ে তারা আজ বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্য রওনা দেবেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০