আন্তর্জাতিক ডেস্ক: ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ (৭৯) মারা গেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
বিবিসি জানিয়েছে, কাবুসের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ৪০ দিন।
কাবুসের স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে আগামী ৭২ ঘণ্টার ভেতর ওমানের রাজ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে।
আরবের ইতিহাসে কাবুস সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক। তিনি কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন।
১৯৭০ সালে ক্ষমতায় আসার পর স্বল্প সম্পদ নিয়ে বিচ্ছিন্ন ওমানকে রীতিমতো আধুনিক রাষ্ট্রে রূপান্তর করেন। কিন্তু তার দীর্ঘ অসুস্থতা সব স্বপ্ন পূরণ করতে দেয়নি।
কাবুসের কোনো ভাই কিংবা ছেলেমেয়ে নেই। ২০১১ সালে তিনি উত্তরসূরি নির্বাচন করে গেছেন। কিন্তু সেটি সাধারণ মানুষকে এখনো জানানো হয়নি।
তার ঘনিষ্ঠ পাঁচ আত্মীয় আছেন, যারা রাজপরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। কোনো ধরনের বিতর্ক সৃষ্টি হলে তারা নতুন সুলতান নির্বাচনে ভূমিকা রাখবেন।
কাবুস বিশ্ব রাজনীতিতে আলোচনায় আসেন ২০১৫ সালে। সেবছর ইরানের সঙ্গে গোপনে পরমাণু চুক্তিতে নেতৃত্ব দেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০