পাবনা প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় দ্রæত বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন ও আনন্দ মিছিল হয়েছে। মানববন্ধন কর্মসূচী পালন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম ও মুক্তিযুদ্ধ-৭১ পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ। আর আনন্দ মিছিল করে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।
বুধবার রায় ঘোষনার পর পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে এই মানবন্ধন কর্মসূচী পালন করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টুসহ অনেকে। বক্তারা এই রায়কে স্বাগত জানিয়ে পালিয়ে থাকা আসামীদের দেশে ফিরিয়ে এনে দ্রæত রায় কার্যক্ররের দাবী জানান।
অপরদিকে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে পাবনা জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। রায় ঘোষণার পর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাদিরা ইয়াসমিন জলি, মহিলা নেত্রী নিহার আফরোজ, জেলা ছাত্রলীগ সভাপতি শিবলী সাদিক, সাধারন স¤পাদক তায়জুল ইসলাম সহ অনেকে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০