মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় বিদ্যুৎ হোসেন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাটের অদুরে চেয়ারম্যানের মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎ নওগাঁ সদর উপজেলার গাজিপুর এলাকার মৃত জফের আলী সরদারের ছেলে ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বিদ্যুৎ সতিহাট
বাজারে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে নওগাঁয় ফিরছিলেন। পথে চেয়ারম্যানের মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মান্দা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০