খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নওগাঁর মান্দায় সিএনজি অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের তৌফিক এলাহীর ছেলে ইব্রাহীম হোসেন (৬৫) এবং বিলউপরাইল গ্রামের আলমগীর হোসেনের মেয়ে রুপাইয়াপ খাতুন (১৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, ইব্রাহীম ও রুপাইয়াপ সোমবার সকালে সিএনজি অটোরিকশাযোগে মান্দা থেকে নওগাঁ যাচ্ছিলেন। অপরদিকে নওগাঁ থেকে একটি পিকআপ ভ্যান মান্দার দিকে যাচ্ছিল। উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় ওই সময় অটোরিকশা-পিকআপ ভ্যানের মধ্যে সংর্ঘষে হয়। এতে সিএনজি অটোরিকশার দুই যাত্রী ইব্রাহীম ও রুপাইয়াপ নিহত হয়েছেন।
মান্দা থানার ওসি আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০