মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ২৫ বোতল ফেনসিডিলসহ মাদক স¤্রাজ্ঞী আদুরী ঋষিকে (৩৫) আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আদুরী ঋষি ওই পল্লীর যোগেন্দ্র ঋষির মেয়ে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ উত্তর শ্রীরামপুর এলাকার ওয়াহেদের মোড়ে অবস্থান নেয়। এসময় আদুরী নওগাঁর মহাদেবপুর থেকে নিজ এলাকায় আসার পথে তাকে আটক করে পুলিশ। পরে তার
সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ তল্লাশী করে ২৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, আটককৃত আদুরী ঋষি এলাকার চিহ্নিত একজন মাদক কারবারী। মান্দা থানায় তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০