খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মানুষ খুন করে কেউ বেহেশতে যেতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. জাফর ইকবালের ওপর হামলা করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। তার অবস্থা এখন অনেকটা ভালো। কিন্তু যে হামলাটা হলো, যারা হামলা করলো, এরা কারা? যারা এ ঘটনাগুলো ঘটায়, তারা ধর্মান্ধ হয়ে গেছে। তারা ভাবে যে, তারা বেহেশতে যাবে কিন্তু আসলে তারা হয়তো দোজখে যাবে। কারণ মানুষ খুন করে কেউ বেহেশতে যেতে পারে না।’
বিজ্ঞানী ও গবেষকদের অনুদান প্রদান উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় সন্তানদের প্রতি বাবা-মা ও শিক্ষকদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে হবে। ছেলেমেয়েরা কী করছে তা জানতে হবে। শিক্ষকদের পাশাপাশি বাবা-মাকেও সন্তানদের প্রতি আরও যত্নবান হতে হবে। আরও সহনশীল হতে হবে। আমাদের সন্তানরা অনেক মেধাবী। একটু সহায়তা পেলেই তারা অনেক কিছু করতে পারে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু ট্রাস্ট এর মাধ্যমে প্রায় ১৬০০-এর ওপরে শিক্ষার্থী প্রতি মাসে শিক্ষাবৃত্তি পাচ্ছে। একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রায় ১৮০০ জনকে আমরা প্রতিমাসে অনুদান দেই। তবে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই শিক্ষাকে।’
এসময় তিনি বলেন, ‘এবছর জানুয়ারি মাসে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি। স্কুল-কলেজগুলো উন্নত করতে কাজ করে যাচ্ছি। তবে অংক, বিজ্ঞান ও ইংরেজির শিক্ষক পাওয়া মুশকিল। কারণ যারা এসব বিষয়ে ভালো তারা রাজধানীতে চলে আসতে চায়।’
ব্লু ইকোনমির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ব্লু ইকোনমি কাজে লাগাতে গেলে দক্ষ লোকবল লাগবে, আমাদের লোকবল কম। এক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। সি অ্যাকুইরিয়াম করতে হবে, এটা গবেষণার জন্য কাজে লাগবে। দর্শনার্থীদেরও কাজে লাগবে। গবেষণার জন্য আমাদের আরও জাহাজ লাগবে। সমুদ্রের চরিত্র জানতে হবে। এসব জানতে বিস্তারিত গবেষণা দরকার।’
ডিজিটাল বাংলাদেশ গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ‘বেতবুনিয়াতে ভূ-উপগ্রহকেন্দ্র স্থাপন করেছেন বঙ্গবন্ধু। আমরা শিগগিরই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছি। একসময় কম্পিউটার কিনতে অনেক টাকা লাগতো। কিন্তু আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ট্যাক্স তুলে দিলাম। দাম কমে যাওয়ায় সবার কাছে কম্পিউটার পৌঁছেছে এখন। মোবাইল ও কম্পিউটার এখন সবার সাধ্যের মধ্যে। দেশ এগিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, প্রত্যেক উপজেলা, জেলায় একটি করে সরকারি স্কুল-কলেজ করে দেওয়া হবে। যে উপজেলা, জেলায় সরকারি কলেজ নেই সেখানে করে দেওয়া হবে। তবে শর্ত হলো ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা সেখান থেকে আর অন্য জায়গায় যেতে পারবে না।
ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব অনোয়ার হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. রুহুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০