খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মানিকগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ধল্লা বেপারীপাড়া গ্রামের ইউনুছ মুন্সীর ছেলে শিপন মুন্সী (৩৮) ও শিবালয় উপজেলার তেওতা নিহালপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে বাসচালক সোবান শেখ (৫২)।
পুলিশ ও আহত যাত্রীরা জানান, মানিকগঞ্জ থেকে আরিচা ঘাটে যাওয়ার পথে যাত্রীসেবা পরিবহনের একটি (নারায়ণগঞ্জ-জ-০৪-০১৯৭) বাস জোকা এলাকায় পৌঁছালে বিকট শব্দে সামনের চাকা ফেটে যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালকসহ বাসের ২০/২২ জন যাত্রী আহত হন। তাদেরকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মুন্নু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালকসহ এক যাত্রী মারা যান।
বরঙ্গাইল হাইওয়ে থানার ওসি ইয়ামীন-উদ দৌলা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০