খবর২৪ঘণ্টা ডেস্ক: মানিকগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন।
শনিবার (২৩ নভেম্বর) রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইয়ামিন উদ দৌলা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সাউথ লাইন পরিবহনের বাসের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা মাছ বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাসের এক যাত্রী মারা যান।
তিনি জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনকে মানিকগঞ্জ সদর হাসপাতাল, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও গুরুতর আহত বাসচালকসহ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০