রাজশাহীর পুঠিয়ার
বিড়ালদহ সৈয়দ করম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় কামাল হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীকে মারধর করা হয়েছে।
সে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বিড়ালদহ বাজারে রনির চা স্টলে এঘটনা ঘটে। এসময় আহত কামাল হোসেন সেখানে চা খাচ্ছিলো। সে পুঠিয়ার নয়াপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
কামাল হোসেন জানায়, বিড়ালদহ করম আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ ও তার লোকেরা সোমবার প্রধান শিক্ষক কুরবান আলীকে লাঞ্চিত ও প্রাণ নাশের হুমকি দেয়। এঘটনার প্রতিবাদে বুধবার বিদ্যালয়ের ছাত্ররাসহ এলাকাবাসী পুঠিয়া সদরে মানববন্ধন কর্মসূচি পালন করে।
ওই মানববন্ধনে আসায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এঘটনায় সে আব্দুস সামাদকে হুকুমের আসামি করে আরও তিনজনের নামে থানায় একটি অভিযোগ দিয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্হা নেওয়া হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০