বাগমারা প্রতিনিধি: সারাদেশ ব্যাপী মাদক বিরোধী অভিযান বন্ধুক যুদ্ধ অব্যহত থাকলেও বাগমারায় থেমে নেই মাদক ব্যবসায়ীরা। বিশেষ করে একাধিক মাদক মামলার আসমীরা জীবনের ঝুঁকি নিয়ে রমজান মাসেও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। থানা পুলিশের মাদক বিরোধী কঠোর অবস্থানের পরেও পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না।
বাগমারায় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা গোপন অবস্থানে থেকে কৌশল পরিবতন করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা হাটগাঙ্গোপাড়া, মচমইল, মোহনগঞ্জ, মাদারীগঞ্জ, উপজেলা সদর ভবানীগঞ্জ, তাহেরপুর, শিকদারী বাজার ও যুগিপাড়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে মোবাইল ফোনের মাধ্যমে মাদক সেবীদের হাতে নিরাপদে পৌছে যাচ্ছে ইয়াবা, হিরোইন, ফেন্সডিল, গাঁজা ও চুলাই মদ। যুগিপাড়া ইউনিয়নে চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাদশা, জাহিদুল ইসলাম, সোরাফ হোসেন, লজেন্স, আসাদুল ইসলাম, আব্দুল লতিফ, সিহাব উদ্দিন, হাসিবুর রহমান বিরক্যুৎসার শাহীন সহ অনেকেই এখনো প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে এলাকা বাসি অভিযোগ করছে।
এছাড়াও মচমইল এর বাবুল, জালাল, আপন, মুগাই পাড়ার মাহাবুর মুক্তা হাটগাঙ্গোপাড়া হান্নানের সহযোগীরা মাদক ব্যবাসা চালিয়ে যাচ্ছে বলে এলাকা বাসিরা জানিয়েছে। এ প্রসঙ্গে যুগিপাড়া ইউপি. চেয়ারম্যান কামাল হোসেন বলেন মাদক ব্যবসায়ী যেই হোক তার কোন ছাড় নেই। এ ব্যাপারে বাগমারা থানার ও.সি নাসিম আহম্মেদ বলেন মাদক ব্যবসায়ীদের সন্ধান দাতাদের পুরুস্কৃত করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০