বান্দরবন জেলার তমব্রু সীমান্ত এলাকায় মাদক চোরাচালানকারীর সাথে সংঘর্ষে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা নিহত এবং র্যাবের সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়,সোমবার (১৪ নভেম্বর) র্যাব এবং ডিজিএফআইয়ের মাদক বিরোধী যৌথ অভিযানকালে চোরাচালানকারী সন্ত্রাসীদের সাথে বান্দরবন জেলার তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানীদের গুলিতে দায়িত্বরত ডিজিএফআই এর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) শহীদ হন।
এই ঘটনায় একজন র্যাব সদস্য আহত হন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০