নিজস্ব প্রতিবেদক :
মাত্র ৮৬ দিনে কুর-আনের হাফেজ হয়েছে শিশু মাহমুদুর রহমান। সে রাজশাহী নগরীর
তের খাদিয়ার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ছাত্র। মাত্র ৮৬ দিনে ও ৭ মাস ২ দিনে আল-কুরআন হিফয সম্পন্ন করায় মো: মাহদুর রহমান এবং আব্দুল্লাহ বিন জাহিদ নামে দুই হাফেযকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২১ অক্টোবর সন্ধ্যায় নগরীর তেরখাদিয়ার ৪ নং লেনে অবস্থিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রাজশাহী শাখার উদ্যোগে মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। সাংস্কৃতিক শিক্ষক আসাদুজ্জামানের সঞ্চালনায় এবং তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ফাউন্ডার ডিরেক্টর হাবীবুল্লাহ মুহাম্মাদ আল
আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল
উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ। প্রধান অতিথি
তার বক্তব্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রতিটি ঘরে ঘরে মাহমুদুর
রহমানের মত সন্তান দান করেন এবং শুধু হাফেযই নয় তানযীমুল উম্মাহ প্রতিটি
ছাত্রকেই সুনাগরিক হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য,
ইতোপূর্বে এই প্রতিষ্ঠান থেকে আরও ২জন ছাত্র ৭মাস ১৬দিনে হিফয সমাপন করেছিল।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি মুস্তাফিজুর রহমান, হাফেয
মোজাম্মেল হোসাইন, মাও আনিসুর রহমান, মাও নেক আহমাদ, ক্বারী মানোয়ার হোসাইনসহ
আরও আলেমদ্বীনগণ। অনুষ্ঠানে মাহমুদুর রহমান ও আব্দুল্লাহ বিন জাহিদকে বিশেষ
পুরষ্কারে ভূষিত করা হয় এবং তাদের উস্তাদ হাফেয জাকারিয়া ও হাফেয সোহাইল
হোসাইনকেও পুরুস্কৃত করা হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০