খবর২৪ঘণ্টা ডেস্ক:মাতৃহারা হলেন পাকিস্তান জাতীয় দলের তারকা পেসার মোহাম্মদ আমির। করাচির এক হাসপাতালে মঙ্গলবার ভোরের দিকে তার মা না ফেরার দেশে চলে যান বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবর।
এর আগে সোমবার সন্ধ্যায় টুইট করে সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছিলেন
আমির। গুরুতর অসুস্থ মাকে আইসিউইতে রাখা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
সোমবার রাতেই আবু ধাবিতে পিএসএলে তার দল করাচি কিংসের ম্যাচ ছিল। মায়ের
পাশে থাকতে মুলতান সুলতানসের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি খেলতে পারেননি
আমির। তারকা এই পেসার না থাকলেও ম্যাচটিতে মুলতানের বিপক্ষে ৫ উইকেটের জয়
পায় করাচি কিংস।
মায়ের অসুস্থতার খবর পাওয়ার পর পরই করাচির উদ্দেশে রওনা দেন আমির।
মঙ্গলবার ভোরের দিকে আবার টুইট করেন তিনি। জানান, “আমার মা আর নেই।”
পিএসএলে দারুণ ফর্মে আছেন আমির। এরই মধ্যে সাত ম্যাচ খেলে নিয়েছেন ৯ উইকেট। প্রথম ম্যাচেই মুলতান সুলতানসের বিপক্ষে ২৫ রানে নিয়েছিলেন ৪ উইকেট। পরের ছয় ম্যাচের একটি বাদে সব ম্যাচেই নিয়েছেন একটি করে উইকেট।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০