খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: খুব শিগগিরই পুনর্বাসন প্রক্রিয়া কাটিয়ে মাঠে ফিরছেন ব্রাজিল তারকা ফুটবলার নেইমার। টেলিভিশনের অনুষ্ঠানে ফেরার বিষয়ে নেইমার জানালেন, বলেছেন, ‘এক মাসের মধ্যে সেরে উঠবো। ভালোই উন্নতি হচ্ছে। সবকিছু স্বাভাবিকভাবেই এগুচ্ছে।'
যদি সত্যিই এক মাসের মধ্যে ফিরতে পারে তাহলে শুধু বিশ্বকাপ নয়, নেইমার চাইলে খেলতে পারবে লিগ ওয়ানের ম্যাচগুলোও।
২৫ ফেব্রুয়ারি মার্শেইর বিপক্ষে পায়ে চোট পান ব্রাজিলিয়ান এ সেনসেশন। ২ মার্চ অস্ত্রোপচার হয় তার পায়ে। তারপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন বিশ্বের দামি এই ফুটবলার।
২৬ বছর বয়সী এ ফুটবলারকে ঘিরেই ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিলিয়ানরা। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে এবারকার বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। তার আগে নেইমারের সেরে ওঠার খবর নিশ্চয়ই স্বস্তি দেবে ব্রাজিলিয়ানদের।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০