খবর ২৪ঘণ্টা ডেস্ক: ব্রাজিল-সার্বিয়া ম্যাচ চলাকালে স্টেডিয়ামের গ্যালারিতে মারপিটে জড়িয়ে পড়েছিলেন দুই দলের সমর্থক
নাহ্, বিশ্বকাপ আয়োজকদের শঙ্কাটা শেষ পর্যন্ত সমস্যায় রূপ নিচ্ছে। ক্রোয়েশিয়া-আর্জেন্টিনা ম্যাচ চলাকালে স্টেডিয়ামের মধ্যে কয়েক ক্রোয়াট সমর্থককে পিটিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন আর্জেন্টাইন–সমর্থকেরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই কাণ্ডকারখানা দেখে ব্রাজিল–সমর্থকেরাও হয়তো ভেবেছিলেন, ওঁরা পারলে আমরা কেন পারব না! ব্যস, কাল স্পার্তাক মস্কোর গ্যালারিতেই সার্বিয়ান সমর্থকদের তাঁরা বসিয়ে দিয়েছেন দুই ঘা।
সার্বিয়ার খেলোয়াড়েরা মাঠের লড়াইয়ে হয়তো নেইমারদের সঙ্গে গোল বিনিময় করতে পারেননি। শুধু হজমই করেছেন। কিন্তু সার্বিয়ার সমর্থকেরা সে পথে হাঁটেননি। মারের জবাবে তাঁরাও মার ফিরিয়ে দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, গ্যালারিতে ঠিক কী কারণে এই মারপিট শুরু হয়েছিল, তা জানা যায়নি। তবে দুই দলের সমর্থকদের এই মারামারির মধ্যে পড়েছিলেন এক নারী ফুটবলপ্রেমী। ব্রাজিলের জার্সি পরিহিত কয়েক সমর্থক তাঁকে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে থেমেছে এই মারপিট।
বিশ্বকাপে উগ্র সমর্থকদের নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন আয়োজকেরা। এ নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তাঁরা। ক্রোয়াট–সমর্থকদের ওপর চড়াও হওয়ার জন্য আর্জেন্টিনার সেই উগ্র সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফিফা। তবে মারামারিতে জড়িয়ে পড়া ব্রাজিল কিংবা সার্বিয়ার কোনো সমর্থকের বিপক্ষে ফিফার ব্যবস্থার নেওয়ার খবর সংবাদমাধ্যমে আসেনি। নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি বলেই হয়তো এ নিয়ে তেমন একটা মাথা ঘামায়নি আয়োজকেরা।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০