মাগুরা শহরের নতুন বাজার সাহা পাড়া এলাকায় স্ত্রীর ছুরিকাঘাতে লাভলু দাস (৩৫) নামের এক সেলুনের নাপিত খুন হয়েছেন।
ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তা মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এস আই) বিশ্বজিৎ বিশ্বাস বলেন, সকালে ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাভলু দাসের মৃত্যু হয়।
রোববার (২৩ জুলাই) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি মারা যান। অভিযুক্ত স্ত্রী স্মৃতি দাস আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে।
প্রাথমিক ভাবে জানা গেছে ,পরিবারিক কলহের জের ধরে স্ত্রী স্মৃতি দাসের ছুরিকাঘাতে এ খুনের ঘটনা ঘটেছে। আহত স্মৃতি দাস বর্তমানে ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক আছে। এ দম্পতি শহরের নতুন বাজার সাহাপাড়ায় বশির উদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে পবিবারিক কলহের জের ধরে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার তদন্ত চলছে। স্মৃতি দাস নিহতের দ্বিতীয় স্ত্রী।
নিহত লাভলু দাসের প্রথম স্ত্রী লক্ষ্মী দাস দুই সন্তান নিয়ে লাভলু দাসের নিজ বাড়ি শহরের নিজনান্দুয়ালী ঋষি পাড়ায় থাকেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিহতের প্রথম স্ত্রী লক্ষ্মী দাস অভিযোগ করেছেন, দ্বিতীয় স্ত্রী স্মৃতি দাস তার স্বামীকে হত্যা করেছে। এ ব্যাপারে তিনি মামলা করবেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০