খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কোমরপুর সেনা ক্যাম্পের সামনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাড়ে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ছয়জন।
দুর্ঘটনা ঘটেছে শুক্রবার দুপরে। তারা সবাই ঢাকা থেকে বোয়ালমারী যাচ্ছিলেন।
নিহতরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের দেউলি গ্রামে আসলাম মোল্লা ( ৫০), তার মা মহিরন নেছা (৬৮), এবং বোন আসিয়া বেগম ( ৪৭)।
নিহত আসলাম মোল্লা ঢাকার গ্রামীন জুয়েলার্সের অংশীদার।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দেড়টার সময় ঢাকা থেকে বোয়ালমারীগামী একটি মাইক্রোবাস ফরিদপুর শহরতলীর কোমরপুর এলাকার সেনা ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।
এসময় ঘটনাস্থলেই গ্রামীন জুয়েলার্সের মালিকসহ নিহত হন দুজন। আহতদের ফরিদপুর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। নিহত-আহতরা সবাই একই পরিবারের সদস্য।
পরে হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি এফএম নাছিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেনা সদস্যদের সহায়তায় তাদের উদ্ধার করে ফমেকের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০