মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে ৪ নিহত হয়েছেন। মতলব দক্ষিণের আড়ং বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চাঁদপুরে আড়ং বাজার এলাকায় এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের হাসপাতালে নেয়ার পরে আরও তিনজন মারা যান।
নিহতদের তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন পশ্চিত শ্রীরামদীর হানিফ বেপারী, নতুন বাজারের নূপুর বেগম ও জসীম উদ্দিন মোল্লা।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০