এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নেওয়ার কথা ছিল ফেনীর জয়নাল হাজারী কলেজের শিক্ষার্থী ফাহমিদা ইয়াসমিন নিঝুমের। কিন্তু এক মাইক্রোবাসচাপায় প্রাণ হারিয়েছে নিঝুম। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নিঝুম ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মাস্টারপাড়া এলাকার মিধ্যাবাড়ির শহিদুল আলমের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ মার্চ) দুপুরে কলেজ থেকে নির্বাচনী পরীক্ষা শেষ করে বাসযোগে বাড়ি ফিরছিল নিঝুম। পথে বাসটি গ্যাস নেওয়ার জন্য লাটিমী রাস্তার মাথায় ফিলিং স্টেশনে গিয়ে থামে। সেখানে নিঝুম বাস থেকে নেমে রাস্তার বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করে। তখন বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় সে রাস্তায় লুটিয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পথচারীরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠায়। সেখানে এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাদাৎ হোসাইন বলেন, নিঝুম এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনার খবর পেয়ে কলেজ গভর্নিং বডি ও কলেজ প্রশাসন থেকে ইতোমধ্যে তার চিকিৎসায় আর্থিক সহযোগিতা করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু আজ নিঝুম আমাদের ছেড়ে চলে গেছে।
শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভুঞা ঢাকা পোস্টকে বলেন, মেয়েটি মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে তারা চার ভাইবোন ছিল।
মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক সাইদুল হক বলেন, এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে চালক ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম বাতানিয়া গ্রামের আবদুল হকের ছেলে রসুল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
জ/ন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০