খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ২০১৮ সালের এ যাবৎ সফলতম ছবির তালিকায় ‘পদ্মাবৎ’ রয়েছে একেবারে শীর্ষে। তবে ছবি মুক্তির আগে কর্নি সেনার একাধিক কটূক্তি এবং হুমকির শিকার হতে হয়েছিল পরিচালক সঞ্জয় লীলা ভংশালী এবং অভিনেত্রী দিপীকা পাডুকোন-সহ ছবির বাকি তারকাদের।
প্রাণহানীর হুমকি না পেলেও, প্রায় একই রকম পরিস্থিতির সৃষ্টি হল আমির খানের ‘মহাভারত’ ছবিতে অভিনয় করা নিয়েও। তবে এক্ষেত্রে কোনও দলীয় সংসদের নয়, টুইটার ব্যবহারকারীদের কটূক্তির শিকার হলেন অভিনেতা।
‘মহাভারত’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আমির, কিছুদিন আগে এমনই জানা গিয়েছিল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে। খবরটি ভাইরাল হওয়া মাত্রই বিতর্ক শুরু হয় অভিনেতাকে ঘিরে।
একজন মুসলমান কী করে মহাভারতের মতো পবিত্র হিন্দু মহাকাব্য ভিত্তিক ছবিতে অভিনয় করতে পারেন— এই নিয়ে বিগত দু’দিন ধরে উত্তাল টুইটার। শুধু তাই নয়, ‘পিকে’ ছবিতে নাকি শিব ঠাকুরকে নিয়ে মজা করেছেন আমির। এমন অভিযোগও উঠেছে অভিনেতার বিরুদ্ধে।
১৯৮৮ সালে প্রথম ভারতীয় ছোটপর্দায় ‘মহাভারত’ প্রদর্শিত হয় ধারাবাহিকের মাধ্যমে। পরিচালক রবি চোপড়ার এই ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছিলেন পণ্ডিত নরেন্দ্র শর্মা এবং জনপ্রিয় ঊর্দু লেখক রাহি মাসুম রেজা। একজন মুসলমানের লেখা চিত্রনাট্য থেকেই মহাভারতের খুঁটিনাটি জেনেছিল ভারতের আপামর দর্শক। তা সত্ত্বেও আমিরকে সেই জাতিবিদ্বেষের শিকার হতে হল।
কটূক্তির বিরুদ্ধে আমির কোনও প্রতিক্রিয়া না দিলেও ট্রলের যথাযথ উত্তর দিয়েছেন লেখক এবং গীতিকার জাভেদ আখতার।
ট্রলের উত্তরে জাভেদ লিখেছেন, ‘‘যাঁরা এইসব কথা বলছেন তাঁদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি কখনও পরিচালক পিটার ব্রুকের ‘দ্য মহাভারত’ দেখেননি?’’ গীতিকারের এই পোস্টের পরেও ট্রল বন্ধ না হওয়ায় তিনি আরও জানিয়েছেন, ‘‘যাঁরা এই মন্তব্য করছেন তাঁরা আমাদের দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে কিছুই জানেন না হয়তো। রসখান, বুল্লে শাহ, ওয়ারিশ শাহ, বাবা ফরিদ নজির আকবরাবাদি, নিজির বানারসি, বিসমিল্লা খান— এঁদের কথা কি জানেন তাঁরা?’’
কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে আমির জানিয়ে ছিলেন যে, ছবিতে কর্ণের ভূমিকায় অভিনয় করতে চান তিনি। তবে বাস্তবিকই ছবিতে সেই চরিত্রেই অভিনয় করতে চলেছেন কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
প্রসঙ্গত, ‘ঠগস অফ হিন্দোস্থান’ ছবির শ্যুটিংয়ে আপাতত ব্যস্ত আমির। ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফ এবং ফতিমা সানা শেখকে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০