‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উনয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নওগাঁর মহাদেবপুর শনিবার (৫ নভেম্বর) ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ী এই আয়োজন করেন। এ উপলক্ষ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলাচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম।
উপজেলা আনসার ভিডিপি অফিসার সেলিনা আখতারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, উপজেলা সহকারী কমিশনার (ভমি) মোসাঃ নুসরাত জাহান, উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ।
সর্বোচ্চ রাজস্ব সিডিএফ প্রদান করায় সাতরং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক মো.. সোহল রানা, আকজ বহুমুখী সমবায় সমিতির পরিচালক মো. লতিফুল বারী, বরেন্দ্র মাল্টিপারপাস কো-আপারেটিভ সোসাইটির পরিচালক মো. হাফিজুর রহমান ও রুপান্তর কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি: এর পরিচালক মো. তফিকুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০