নওগাঁর মহাদেবপুরে ৯ হাজার ৭২০ জন চাষী পেলেন প্রণোদনার বীজ ও সার।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মকিম উদ্দিন দেওয়ানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র্র সাহা বুদু, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
চলতি বোরো মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯ হাজার ৭২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ৬ হাজার ২৫০ জনের প্রত্যেকের মধ্যে ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমপিও সার আর অন্য চাষীদের ২ কেজি করে হাইব্রীড জাতের ধান বীজ বিতরণ করা হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০