নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের খড়ের পালায় আগুন দিয়ে প্রায় ১০ বিঘা জমির খড় পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগী কৃষক মো. আফতাব উদ্দিন বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার সারতা পূর্বপাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সারতা পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. বাবুল হোসেন, তার ছেলে মো. মামুন অর রশিদ ও তার পুত্রবধু মোছা.রেহেনা পারভীন তাদের বিরুদ্ধে আদালতে মামলা করায় ওইদিন রাত সাড়ে ৮ টার দিকে সাড়াশন বাজারে মামলার বাদী মো. আফতাব উদ্দিনের উপর হামলা চালায়।
এসময় তিনি বাজারের একটি দোকানে আশ্রয় নেন। পরে শাহজাহান আলী নামক এক ব্যক্তি তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। ওইদিন রাত ১১টার দিকে আসামীরা তার বসত বাড়ির নিকট পালা করে রাখা ১০ বিঘা জমির খড়ে আগুন ধরিয়ে দেন। এ সময় এলাকাবাসী ডাক চিৎকার শুরু করলে তিনি ঘুম থেকে উঠে তার খড়ের পালায় আগুন দেখতে পান। তিনি আগুন নেভানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে আসলে মো. বাবুল হোসেন, তার ছেলে মো. মামুন অর রশিদ ও তার পুত্রবধু মোছা. রেহেনা পারভীন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকী দেয়। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও অধিকাংশ খড়ই পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই কৃষকের প্রায় ৫০ হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোজাফফর হোসেন জানান, এঘটনায় দুটি পৃথক অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০