নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুরে সরকারি ভাবে চলতি রোপা আমন মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা সদরের খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সংগ্রহ অভিযান উদ্বোধন করেন মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোহাজের আলী। এ উপজেলায় এবার সরকারি ভাবে ৯ হাজার ৪৯৮ মেট্রিক টন চাল ও ১ হাজার ৬৮৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মহাদেবপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান, আগামী ২৮ ফেব্রæয়ারী পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০