নওগাঁর মহাদেবপুরে দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান ও মহিলাদের আয়বর্ধক কর্মসূচীর প্রশিক্ষণার্থীদর মাঝে ১৮ লক্ষ ৬৭ হাজার ২০০ টাকার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়াজনে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি।
উপজলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভাদন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও রাবেয়া রহমান পলি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম নুরাণী আলাল, সদর ইউপির প্যানল চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক।
এ সময় ফ্যাশান ডিজাইন, ভার্মি কম্পোস্ট, মাশরুম ও মাছচাষ প্রকল্পে ১২ হাজার টাকা করে ১০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১২ লক্ষ টাকার চেক এবং মাতৃত্বকালীন ভাতার ৬ মাসের ৪ হাজার ৮০০ টাকা করে ১৩৯ জন দরিদ্র মায়েদের ৬ লক্ষ ৬৭ হাজার ২০০ টাকার চেক বিতরণ করা হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০