নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের অভিযানে ভ্যানগাড়ি চোর চক্রের দুই সদস্য গ্রেফতার।
বুধবার (১৪ জুন) দিবা গতরাতে জেলার বদলগাছী থানা এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বদলগাছী উপজেলার ইন্দ্রাকপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে কামাল হোসেন (৪৫) ও একই উপজেলার কুশারমুড়ি গ্রামের কাজেম উদ্দিনের ছেলে আরিফ হোসেন (৪০)।
এ সময় তাদের কাছ থেকে চোরাই ভ্যানের খোলা অংশ উদ্ধার করা হয়। এর আগে গত ১২ জুন মহাদেবপুর উপজেলা সদরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে একটি ভ্যান চুরি হয়। চুরি যাওয়া ওই ভ্যানের বিষয়ে খাজুর নিচপাড়া গ্রামের লতিফরের ছেলে শামসুল হক থানায় অভিযোগ দেন তার অভিযোগের প্রেক্ষিতে ভ্যান চোরদের ধরতে তৎপর হয় পুলিশ।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, চুরি যাওয়া ভ্যানেরগাড়ি খোলা অংশ বিশেষ অংশসহ চোর চক্রের দুই সদস্যেকে গ্রেফতার করা হয়েছে। ওই ভ্যানের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০