নওগাঁর মহাদেবপুরে ভটভটির চাপায় আকলিমা খাতুন (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে উপজেলার
চেরাগপুর ইউনিয়নের অর্জুনী বাহারুল উলুম নূরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসার সামনে। এদিন সকালে আজিপুর পূর্বপাড়া গ্রামের মো. সিরাজুল ইসলামের মেয়ে ও অর্জুনী বাহারুল উলুম নূরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী আকলিমা খাতুন মাদ্রাসায় যাচ্ছিল। মাদ্রাসার সামনের পাকা রাস্তা পাড় হওয়ার সময় একটি দ্রুতগামী ভটভটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)
মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০