নওগাঁর মহাদেবপুরে বোরা ধানকাটা উৎসব উদযাপন করা হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যাগে উপজেলার খাসালপুর মাঠে এ উৎসব উদযাপন করা হয়।
আনুষ্ঠানিকভাবে এ উৎসবে ধানকাটা কাজে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদ আলম প্রমুখ।
উপস্থিত কর্মকর্তারা খাসালপুর গ্রামের কৃষক শরিফুল ইসলাম ও মতিয়ার রহমানের জমির ধান কেটে দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোমরজ আলী বলেন, কৃষক শরিফুল ইসলামের গোল্ডন জাতের ধান কাটার পরে ফলন রেকর্ড করে। বিঘাপ্রতি ৩৩ মণ ও কৃষক মতিয়ার রহমানর ব্রি-৬৬ জাতের ধানের বিঘাপ্রতি ২২ মণ ফলন পাওয়া গেছে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০