নওগাঁর মহাদেবপুরে বৈদ্যুতিক ডিজিটাল মিটার চোর চক্রের ৭ সদস্যকে চুরির মিটারসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার (৮ জানুয়ারি) রাতে মহাদবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলা সদরের আনন্দনগর গ্রামের মৃত লতিফ হোসেনের ছেলে মাসুদ রানা (৩২), ইসলাম মন্ডলের ছেলে শহীদ মন্ডল (৩২), কাদোয়া বটতলা পশ্চিমপাড়া গ্রামের রঞ্জু সরদারের ছেলে রবিন সরদার (২৫), আনোয়ার হোসেনের ছেলে আশিক হোসেন (২৩), চকরামপুর মধ্যপাড়া গ্রামের কিনা হোসেনর পুত্র ইউসান হোসেন (২৪), হাবিবুর রহমানর ছেলে হারুন অর রশিদ (২৫) ও জয়পুরহাট জেলা সদরের শিমুলিয়া গ্রামের আব্দুল আলিম মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।
সম্প্রতি সময়ে উপজেলার বিভিন্ন শিল্প কলকারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে পল্লী বিদ্যুতের ডিজিটাল মিটার চুরি হয়। মিটার চোরেরা একটি চিরকুট তাদের সাথে যোগাযাগের জন্য একটি মেবাইল নম্বর লিখে রেখে যায়। সেই নাম্বারে যোগাযাগ করা হলে তারা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা বিকাশে পরিশাধ করলে তারা চুরি যাওয়া মিটার ফেরত দেয় ।
থানা পুলিশ ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেপ্তার করে এবং স্বীকারাক্তি অনুযায়ী চুরি যাওয়া একটি মিটার ও চোরদের ব্যবহৃত ছয়টি মোবাইলফোন সেট উদ্ধার করে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০