নওগাঁর মহাদেবপুরে ফাইনাল ফুটবল খেলার পুরুস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (১৯ অক্টোবর) উপজেলার রামচন্দ্রপুর ফুটবল মাঠে মহাদবেপুর ফিউচার ফুটবল একাডেমী বনাম নওগাঁ মোল্লা সু স্টোর ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন। খেলায় ১-০ গোলে নওগাঁ মোল্লা সু স্টোর কে পরাজিত করে মহাদেবপুর ফিউচার ফুটবল একাডেমী বিজয়ী হন।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাজুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন। জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রভাষক মো. মুনিরুজ্জামান মুনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মাসুদুর রহমান, সাপাহার বিএম কলজের অধ্যক্ষ মো. মাসুদ রানা, মহাদেবপুর মহিলা বিএম কলেজর অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, প্রভাষক আব্দুল কুদ্দুস প্রমুখ।
এ সময় অতিথিগণ বিজয়ীদের হাতে ছাগল ও ট্রফি তুলে দেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০