মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে করোনা আক্রান্ত হয়ে আয়নাল (৪৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। আয়নাল উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের ফজলুল হকের ছেলে। উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন আয়নাল। ২০ থেকে ২৫ দিন পূর্বে তিনি তাঁর গ্রামের বাড়ি বিনোদপুর আসেন। সেখানে শ্বাসকষ্ট অনুভব হলে গত ১৪ জুন করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগে নমুনা দেন। গত ২৫ জুন বৃহস্পতিবার তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম বলেন, ‘আগে থেকেই তাঁর শ্বাসকষ্ট ছিল।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান মিলন বলেন, ‘উপজেলা জানাজা-দাফন কমিটি ধর্মীয় রীতি অনুযায়ী জানাজা শেষে লাশ দাফনের কাজ সম্পন্ন করেন। যারা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাদের আইসোলেশনে রাখা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগ তাঁদের নমুনা সংগ্রহ করেছেন।’
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০