নওগাঁর মহাদেবপুরে ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে মসজিদের ছাদ ঢালাই কাজর জন্য ট্রলিতে করে বালি পরিবহণের জেরে ধরে মারামারিত আহ মাবুদ আলী (৭৫) নাম এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১২ এপ্রিল) রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়।
নিহত ওই বৃদ্ধ উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মহিনগর দীঘিপাড়া গ্রামের বাসিন্দা।
মারামারিতে আরও ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
এ ঘটনায় বিকেলে থানায় মামলা দায়ের করা হলে মধ্যরাতে থানা পুলিশ ৪ জনক আটক করে।
আটকৃত ৪ সহোদর হলেন মহিনগর গ্রামের মৃত আফজাল মাস্টারের ছেলে রেজাউল করিম ভুট্টু (৫৭), আবু হলাল (৫০), বেলাল হোসেন (৪৭) ও মামুনুর রশীদ (৪২)।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, মহিনগর দিঘীপাড়া গ্রামের মসজিদর ছাদ ঢালাইয়ের জন্য গত সোমবার দুপুরে ট্রলিতে করে বালু নেওয়া হচ্ছিল। এ সময় আফজাল হাসানের ৪ ছেলে তাদের জমির ওপর দিয়ে বালু পরিবহণে নিষেধ করেন। জোহরের নামাজর পর মসজিদ থেকে বের হয়ে মাবুদ আলী ও আব্দুল আজিজ নামে দুই মুসল্লি এর প্রতিবাদ করেন। কথা-কাটাকাটির এক পর্যায় তারা কোদাল ও সুরকি নিয়ে মারামারিত লিপ্ত হন। এতে উভয় পক্ষের ৭ জন আহত হন। তাদেরকে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান মাবুদ আলী ও আব্দুল আজিজর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরে পপুলারে চিকিৎসাধীন অবস্থায় মাবুদ আলী মারা যান।
এব্যপারে মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহতর স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
গোপন তথ্যর ভিত্তিত অভিযান চালিয়ে রাজশাহী থেকে ৪ ভাইকে আটক করা হয়। পরে তাদের আদালতে প্রেরন করা হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০